শাহজাহান আলী মনন, নীলফামারী জেলা প্রতিনিধি:
নীলফামারীর সৈয়দপুরে খড়খড়িয়া নদীতে বাবার সাথে মাছ ধরতে গিয়ে লাশ হয়ে ফিরেছে পঞ্চম শ্রেণীর ছাত্র লিখন চন্দ্র দাস (১২)। নদীর পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে। ডুবে যাওয়ার ৫ ঘন্টা পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার লাশ উদ্ধার করেছে।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকাল ৫ টায় উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের বসুনিয়াপাড়া এলাকায়। নিহত লিখন চন্দ্র দাস সৈয়দপুর পৌরসভার ২ নং ওয়ার্ডের গোলাহাট জেলেপাড়া এলাকার কৃষণ চন্দ্র দাসের ছেলে এবং গোলাহাট স্কুল এন্ড কলেজের ৫ম শ্রেণীর ছাত্র।
জানা যায়, বেলা ১২ টার দিকে খড়খড়িয়া নদীতে মাছ ধরতে যায় বাবা ও ছেলে। এসময় হঠাৎ ছেলে লিখন চন্দ্র দাস পানিতে তলিয়ে যায়। জেলে বাবা কৃষণ চন্দ্র দাস অনেক চেষ্টা করেও ছেলের হদিস না পেয়ে আশেপাশের লোকজনকে ও বাড়িতে বিষয়টি জানায়। তারপর অনেকে নদীতে নেমে খোঁজ করলেও লিখনকে কোথাও পাওয়া যায়নি।

পরে খবর,পেয়ে সৈয়দপুর ফায়ার সার্ভিস অফিসের একদল ডুবুরি এসে ঘন্টা খানেক চেষ্টার পর বিকাল ৫ টার দিকে লিখনের লাশ উদ্ধার করতে সক্ষম হয়। এসময় নদীর উভয়পাড়ে হাজার হাজার মানুষের ভীড় জমে যায়। নদীপাড় থেকে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণার পর লাশ বাড়িতে নেয়া হয়। সেখানে পুলিশ প্রাথমিক সুরতহাল তদন্ত করেছে।
এব্যাপারে সৈয়দপুর থানায় একটা (ইউডি) অপমৃত্যু মামলা হয়েছে । কোন অভিযোগ না থাকায় পরিবারের আবেদনের প্রেক্ষিতে পুলিশ ময়নাতদন্ত ছাড়াই লাশ সৎকারের অনুমতি দিয়েছে বলে জানিয়েছেন সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ ফইম উদ্দিন।