শাহ আলম জাহাঙ্গীর,কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার হোমনা প্রেস ক্লাবের উদ্যোগে পবিত্র মাহে রমাদানের তাৎপর্য ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ মার্চ) উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
হোমনা প্রেস ক্লাবের সভাপতি দৈনিক যুগান্তর প্রতিনিধি মো. আবদুল হক সরকারের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আতিকুর রহমান ভূইয়ার উপস্থাপনায় হোমনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ক্ষেমালিকা চাকমা, হোমনা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার ( এএসপি) মো. আবদুল করিম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আবদুছ ছালাম সিকদার, উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান, হোমনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. ওয়াসিম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. জহিরুল হক জহর, বিএনপি নেতা আলমগীর সরকার,মো. রাজ মিয়া মো. হুমায়ুন কবির, হোমনা সরকারি ডিগ্রী কলেজের অধ্যাপক মো. ফরিদ খান, মো. হুমায়ুন কবির,প্রধান শিক্ষক আমেনা বেগম, মো. নজরুল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. আবদুল হক, উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির সভাপতি মো. হুমায়ুন কবির, ইউপি চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম মোল্লা, মফিজুল ইসলাম গনি,মো. জসিম উদ্দিন সওদাগর, মো. জালাল উদ্দিন খন্দকার, মো. ছাদেক সরকার, মো. শাহ জাহান মোল্লা, ,জামাতে ইসলাম বাংলাদেশের মাও. ইব্রাহিম খলিল, মাও. জায়েদুর রহমান মজুমদার, মাও. জালাল উদ্দিন রুমী, ইসলামি আন্দোলন বাংলাদেশের আবদুস সালাম মনা, মো. আবু ইউসুফ, ,গণঅধিকার পরিষদের সাইদুল ইসলাম দুলাল ও রাজু আহম্মেদ,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মো. সাইদুল ইসলাম, মো. ইউসুফ আহম্মদ, মো ইউনুস মিয়া ও রিয়াজুল হক, হেফজতে ইসলামের মাও. ইব্রাহিম,স্বেচ্ছাসেবী ফোরামের সভাপতি মো. সাঈদ আলম ছাড়া ও হোমনা উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ,বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ সহ প্রায় দেড় শতাধিক ব্যক্তি এ সময় উপস্থিত ছিলেন।
এ সময় সাংবাদিকদের মিলন মেলায় পরিনত হয়। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে,বিশেষ করে হোমনা প্রেস ক্লাবের সকাল সাংবাদিকদের পেশাগত দক্ষতাবৃদ্ধি ও উত্তরত্তোর সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
মোনাজাত পরিচালনা করেন, উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মাওলানা সামসুল হক।