শাহ আলম জাহাঙ্গীর, কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার হোমনা উপজেলার কাশিপুর ইউনিয়নের কাশিপুর হাসেমিয়া উচ্চ বিদ্যালয়ের বর্ণাঢ্য আয়োজনে সুবর্ন জয়ন্তী ও সাবেক শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ফেব্রুয়ারি )সারা দিনব্যাপী বর্ণাঢ্য র্যালী,আলোচনা, স্মৃতিচারণ, নাচ গানের মধ্য দিয়ে
সুবর্ন জয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ব্যাংকার মো. জহিরুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইয়া। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন স্কুলের দাতা সদস্য আবদুল মঈন। এতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের সাবেক ছাত্র উদযাপন কমিটির সদস্য সচিব ডা. মো. শহীদ উল্লাহ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন, সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হক মুকুল, উপজেলা জামাতের আমির মাওলানা মো. সাইদুল হক, বর্তমান প্রধান শিক্ষক ছালামত উল্লাহ, সাবেক প্রধান শিক্ষক আবুল বাশার সরকার।
,বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী সুপ্রিম কোর্টের আইনজীবী মো. শাহ আলম সরকার , হারাধন চন্দ্র, অধ্যাপক মো. শাহ আলম, আনোয়ারুল আজিম, আবদুল মালেক, অ্যাডভোকেট জাকির হোসেন, রফিকুল ইসলাম, জাহাঙ্গীর আলম, সাদেক সরকার , কাস্টমস কর্মকর্তা মো. মিজানুর রহমান, অধ্যাপক ফারুক আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানে বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীসহ এলাকাবাসী এই বিদ্যালয়টিকে কলেজে রুপান্তরের দাবি জানান। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।