মো. মোস্তাফিজুর রহমান রিপন,ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির নলছিটিতে “তারুণ্যের অংশগ্রহণ, খেলাধুলার মানোন্নয়ন” প্রতিপাদ্য নিয়ে খেলাধুলার মানোন্নয়ন ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়েছে। রবিবার (৬ এপ্রিল) সকাল ১০টায় নির্বাহী কর্মকর্তার কার্যালয় চত্বর থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলামের নেতৃত্বে র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:নজরুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন নলছিটি যুব উন্নয়ন কর্মকর্তা এনামুল হাসান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. ইশতিয়াক, পল্লী উন্নয়ন কর্মকর্তা ওবায়দুল ইসলাম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আল আমীন মোল্ল্যা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোফাজ্জল হোসেন চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আনোয়ারুল আজীম, উপজেলা বন কর্মকর্তা শহীদ উদ্দীন, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউর রহমান লেনিন, উপজেলা খাদ্য কর্মকর্তা সহ অন্যান্য সরকারি কর্মকর্তাবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম গাজী, নলছিটি প্রেস ক্লাব প্রতিনিধি সাংবাদিক কায়কোবাদ তুফান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় তারা খেলাধুলার গুরুত্ব তুলে ধরে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তরুণদের বাঁচাতে করণীয় নির্ধারনে বিভিন্ন আলোচনা করেন।