শাহজাহান আলী মনন, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধিঃ
গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নীলফামারীর সৈয়দপুরে ৩ টি পরিবারের সর্বস্ব পুড়ে গেছে। আগুনে ৪ টি টিনসেট আধাপাকা ঘরসহ নগদ অর্থ, স্বর্ণালংকার, আসবাবপত্র, ইলেকট্রনিক্স সামগ্রী, ধান- আলু ছাই হয়েছে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
মঙ্গলবার (৮ এপ্রিল) দিবাগত রাত সোয়া ১ টার দিকে সৈয়দপুর শহরের নিয়ামতপুর সরকারপাড়া এলাকায় এই ঘটনা ঘটেছে। দলিল লেখক আব্দুল হামিদ সরকারের তিনতলা ভবনের পিছনে ওই টিনসেট বাড়িটিও তাঁর। এখানে ২ টি পরিবার ভাড়া থাকে।
আব্দুল হামিদ সরকার বলেন, ভাড়াটিয়া কালাম (৩৫) ট্রাক চালক হওয়ায় প্রায় দিন বাইরে থাকে। মাঝে মধ্যে এসে এই বাসায় অবস্থান করেন। আর তার স্ত্রী গ্রামের বাড়ি পঞ্চগড়ের দেবীগঞ্জে থাকেন। তিনিও মাঝে মধ্যে এসে থাকেন এখানে। ঘটনাক্রমে এদিন তারা কেউই বাসায় ছিলেন না।
তাদের ফ্রিজের কমপ্রেসার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত। গভীর রাত হওয়ায় এবং বাসায় কেউ না থাকায় বৈদ্যুতিক তার আর টিনের চালের কাঠের ফ্রেম বেয়ে আগুন ছড়িয়ে পড়ে পুরো বাড়িতে। দীর্ঘ সময় পর পাশের ভাড়াটিয়া আকাশ টের পেয়ে চিৎকার করে।
এতে আমার পরিবারসহ আশেপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করি। কিন্তু আগুনের তীব্রতা বেশি এবং পানি সংকটের কারণে বেগ পেতে হয়। পরে খবর পেয়ে সৈয়দপুর ফায়ার সার্ভিস দল পৌনে ২ টায় ঘটনাস্থলে আসলে সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিভানো সম্ভব হয়। কিন্তু ততক্ষণে বাড়িটি সম্পূর্ণরুপে পুড়ে যায়।
এতে আমার বাড়ির পাকা দেয়াল ছাড়া সব ভস্ম হয়ে প্রায় ১০ লাখ টাকার অবকাঠামোগত ক্ষতি হয়েছে। তাছাড়া পাশের বিল্ডিংয়ের নিচতলার জানালার থাই গ্লাস ভেঙে গেছে এবং পুরো পানির পাইপ পুড়ে গেছে। আর ভাড়াটিয়াদের সব কিছু শেষ। ট্রাক চালক কালামের আলমারিতে রক্ষিত ১ লাখ ৮০ হাজার নগদ টাকা, স্বর্ণালংকার, আসবাবপত্র, টিভি-ফ্রিজ, কাপড়সহ সবগুলো ছাই হয়ে গেছে।
অপর দুই রুমের ভাড়াটিয়া আকাশ (২৫) তার সদ্য বিবাহিত স্ত্রী, মা, বড় ভাই ও ভাতিজাসহ বাস করে। ভাড়া বাসায় থেকে অন্যের দোকানে চাকরি করে কোন রকমে সংসার চলে তাদের। নিজস্ব কোন সহায়-সম্পদ নেই। আগুনে তাদেরও সব সম্বল পুড়ে শেষ। এখন সম্পূর্ণভাবে নিঃস্ব হয়ে গেছে অসহায় পরিবারটি।
সৈয়দপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার হামিদুর রহমান জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে ৪ টি সেমিপাকা টিনসেট ঘর পুড়ে গেছে। এতে ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে। তাছাড়া আসবাবপত্র সহ অন্যান্য সম্পদ আরও প্রায় ৩ লাখ টাকা এবং নগদ অর্থ ২ লাখ টাকা পুড়ে যাওয়ার প্রাথমিক তথ্য পাওয়া গেছে।