মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়া
;
কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকায় সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ৩৪,৬৪,১১০/- (চৌত্রিশ লক্ষ চৌষট্টি হাজার একশত দশ) টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ মাদক ও বিভিন্ন প্রকার মালামাল জব্দ করেছে। অভিযানে ৩ জন আসামীকে আটক করা হয়েছে।
০৫ মার্চ ২০২৫ থেকে ০৯ মার্চ ২০২৫ পর্যন্ত সুলতানপুর ব্যাটালিয়নের বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় পরিচালিত অভিযানে জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে চিনি, বাঁজি, নেহা মেহেদী, গরু, কিসমিস, বাসমতি চাল, এনার্জি ড্রিংকস, ডেক্সামেথাসন ট্যাবলেট, কিল পেটকিম ট্যাবলেট, সিগারেট, বাংলাদেশী হাড়িপাতিল, হুইস্কি, গাঁজা, ইয়াবা ট্যাবলেট, ইস্কাফ সিরাপ এবং ফেন্সিডিল। এসব মালামালের মূল্য প্রায় ৩৪ লক্ষ টাকা।
আটককৃত আসামীদের মধ্যে মোছাঃ রোকসানা আক্তার (৪৫), মোঃ মোস্তফা (৩৩) এবং মোছাঃ নূরজাহান বেগম (২৬) রয়েছেন। তাদের বিরুদ্ধে চোরাচালান ও মাদক ব্যবসার অভিযোগে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জিয়াউর রহমান জানান, সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাচালান প্রতিরোধে ৬০ বিজিবি তাদের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখবে। এই অভিযানটি সীমান্তে মাদক ও অবৈধ মালামালের প্রবাহ বন্ধ করতে সহায়ক হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।