শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা :
সাতক্ষীরা সদর উপজেলা নিন্ম অঞ্চলের মানুষের জলবদ্ধতা নিরসন বিনেরপোতায় ৪ কোটি ৪৬ লাখ টাকা ব্যয়ে সুইচ গেট নির্মাণের কাজ শুরু হয়েছে।
রবিবার (১৬ মার্চ) বিকালে শহরের অদূরে বিনেরপোতা এলাকার কুলুটিয়া ফ্লুইসগেট নির্মাণের কাজ উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব।
এ সময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের বিভাগ-২ এর উপ-বিভাগীয় প্রকৌশলী আশিকুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী আসাফ-উ-দৌলা, কলারোয়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদের বাচ্চু, ধানদিয়া ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, নগরঘাটার সাবেক ইউপি চেয়ারম্যান মহব্বত আলী সরদার, বাংলাভিশন ও বাসসের সাতক্ষীরা জেলা প্রতিনিধি আসাদুজ্জামান আসাদ প্রমুখ।