কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: এসএম মাসুদ
সাংবাদিক এসএম মাসুদ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ৷ তিনি গাজীপুরের কাপাসিয়া উপজেলা প্রতিনিধি হিসেবে দৈনিক জনকণ্ঠ ও দৈনিক বাংলা এফএম পত্রিকায় কর্মরত রয়েছেন। সাংবাদিক এসএম মাসুদ কাপাসিয়া উপজেলার দুর্গাপুর ইউনিয়নের বাড়ীগাঁও গ্রামের মৃত আলী আমজাদ ফরেস্টার এর বড় ছেলে। এছাড়াও তিনি আইপি টেলিভিশন চ্যানেল ২৩ তে কর্মরত আছেন।
সাংবাদিক মাসুদ প্রতিদিনের ন্যায় শুক্রবার (১১ এপ্রিল) বিকেলে মোটরসাইকেল যোগে পেশাগত দায়িত্ব পালনে যাওয়ার পথে উপজেলার ডায়পাকুরি ব্রিজ সংলগ্ন এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে শরীরের বিভিন্ন জায়গায় আঘাতপ্রাপ্ত হন৷ খবর পেয়ে কাপাসিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা, কাপাসিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যাপক সামছুল হুদা লিটন,গাজীপুর জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নূরুল আমিন শিকদার, দ্যা ডেইলি স্টার গাজীপুর জেলা প্রতিনিধি মনজুরুল হক,কালের কন্ঠ মাল্টিমিডিয়া প্রতিনিধি মাহমুদুল হাসান সহ সহকর্মিরা বাড়িতে গিয়ে তার খোঁজখবর নেন এবং তার সুস্থ্যতা কামনা করেন ৷ এসময় উপস্থিত সাংবাদিকদের প্রতি এসএম মাসুদ এর পরিবারবর্গ দ্রুুত তার সুস্থ্যতা কামনায় সকলের প্রতি দোয়া কামনা করেন ৷