লিমন মিয়া,সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের একুশে মোড় এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দুটি বসতবাড়ি ও দুটি দোকান সম্পূর্ণ পুড়ে গেলেও অক্ষত অবস্থায় রয়েছে একটি কুরআন শরীফ। অগ্নিকাণ্ডে প্রায় ৩৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।
![](https://bangla.fm/wp-content/uploads/2025/02/IMG-20250203-WA0007-768x1024.jpg)
সোমবার (৩ ফেব্রুয়ারি) সকালে মান্নান মিয়ার বাড়িতে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। স্থানীয়রা জানান, হঠাৎ করেই আগুন ছড়িয়ে পড়ে, আর মুহূর্তের মধ্যে পাশের সোলাইমান হোসেনের সার, কীটনাশক ও কুটিরশিল্পের দুটি দোকানেও আগুন লেগে যায়। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও ব্যর্থ হন। পরে সরিষাবাড়ী ফায়ার সার্ভিসে খবর দিলে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্ত সোলাইমান হোসেন জানান, আগুনে তার সার ও কীটনাশকের দোকান এবং কুটিরশিল্পের দোকানের সব মালামাল ও আসবাবপত্র পুড়ে গেছে, যার আনুমানিক ক্ষতির পরিমাণ ৩০ লাখ টাকা।
এ বিষয়ে সরিষাবাড়ী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শহিদুল ইসলাম বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে এই ভয়াবহ আগুনে আশ্চর্যজনকভাবে একটি কুরআন শরীফ অক্ষত অবস্থায় পাওয়া গেছে, যা এলাকাবাসীর মধ্যে কৌতূহল সৃষ্টি করেছে।
![](https://bangla.fm/wp-content/uploads/2025/02/IMG-20250203-WA0008-768x1024.jpg)