সদরপুর উপজেলা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সদরপুরে পুকুরে গোসল করতে গিয়ে ভাই-বোনের মৃত্যু হয়েছে। ভুক্তভোগী তাফসান ফকির (৬) ও লামিম (১৩) সম্পর্কের চাচাতো ভাই-বোন।
আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেলের দিকে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের সাদের খার গ্রামে এ ঘটনা ঘটে।
পুনিতে ডুবে যাওয়া তাফসান ফকির (৬) সাদের খার গ্রামের মুকুল ফকিরের ছেলে ও লামিম (১৩) একই গ্রামের জামাল ফকিরের মেঝ মেয়ে।

লামিম লোহারটেক উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ছিলেন।
এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর দেড়টার দিকে দুই চাচাতো ভাই বোন বাড়ি হতে ৩০০ মিটার দূরে একটি পুকুরের গোসল করতে যায়। তাদের কেউই সাঁতার জনতো না। বিকেল সাড়ে ৩টার দিকে এক ব্যক্তি গোসল করতে গেলে তার পায়ে মানুষের শরীর ঠেকলে তিনি ভয়ে উঠে যান এবং এলাকাবাসীকে বিষয়টি জানান।
তাফসানের মা এ খবর পেয়ে পুকুর পাড়ে এসে ছেলের পোশাক দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় প্রথমে তার ছেলে ও পরে লামিয়াকে উদ্ধার করে তাদের দ্রুত চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে চরবিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন বলেন, দুপুরে সবার অজান্তে ওই দুটি শিশু পুকুরে নেমে পানিতে ডুবে মারা যায়।
এ ব্যাপারে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোতালেব বলেন, ‘বিষয়টি আমাদের কেউ জানায়নি।
এ ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে।
মোঃ শেখ ছোবাহান
সদরপুর প্রতিনিধি