তানভীর তুহিন,সদরপুর, (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সদরপুরে বৃহস্পতিবার রাতে সদরপুর স্টেডিয়াম মাঠে উপজেলা উলামা পরিষদ এর উদ্যোগে উম্মার সংকট উত্তরণে নবীন আলেমদের করণীয় শীর্ষক আলোচনা ও নবীন আলেমদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সদরপুর উপজেলা উলামা পরিষদের সভাপতি মাওলানা সাদিকুর রহমান সিদ্দিকীর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হেফাজতে ইসলাম বাংলাদেশ এর নায়েবে আমির আল্লামা খলীল আহমাদ কাসেমী আল কুরাইশী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুফতী শফিকুল ইসলাম মাদানী এবং মুফতী আরিফ বিন হাবিব।
এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদরপুর ওলামা পরিষদের সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলসহ অনেকে।
অনুষ্ঠানে ১১৪ জন নবীন আলেমদের মাঝে পাগরী ও ক্রেস্ট বিতরণ করা হয় এবং দেশবাসীর মঙ্গলকামনায় মোনাজাত করা হয়।