সদরপুর (ফরিদপুর) প্রতিনিধিঃ
নানা আয়োজনে বাংলা বর্ষবরন১৪৩২ পালন করলো লোহার টেক উচ্চ বিদ্যালয়।শিক্ষক শিক্ষার্থীদের স্বতঃফুর্ত অংশগ্রহনে আনন্দ উল্লাসে উৎসবটি এক মিলনমেলায় পরিনত হয়।
১৪ এপ্রিল (১লা বৈশাখ) সোমবার সকাল ৯ টায় শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহনে বিদ্যালয় চত্বরে বন্যাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রায় শিক্ষক শিক্ষার্থীদের হাতে ছিল নানা ধরনের ফুল, রঙিন প্লাকার্ড, ফেস্টুন ও বৈশাখী উপকরন।
বর্ষবরন উপলক্ষে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা ঐতিহ্যবাহী পোষাকে উপস্থিত হয়ে আনন্দ উল্লাসে মেতে উঠেন।আবৃত্তি ও গানের মাধ্যমে বাংলা ঐতিহ্য তুলে ধরা হয়৷
বৈশাখী আয়োজনের উদ্যোক্তা লোহারটেক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিউদ্দীন খান বলেন, বাংলার ইতিহাস ঐতিহ্য শিক্ষার্থীদের মাঝে তুলে ধরা সহ বাংলা সংস্কৃতি, গান, বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্য শিক্ষার্থীরা যাতে জানতে পারে ও উপভোগ করতে পারে সেই উদ্দ্যেশ্যে আজকের এই বর্ষবরন আয়োজন।
একাধিক শিক্ষার্থীরা জানান, আজকের এই আয়োজনে আমরা অত্যান্ত খুশী৷ ইতিপুর্বে এভাবে আয়োজন করা হয়নি। নতুন বাংলাদেশে আজকের আয়োজন সত্যিই আমাদের মুগ্ধ করেছে। বর্ষবরন অনুষ্ঠানের মাধ্যমে আমরা আমদের হারিয়ে যাওয়া বাংলা ঐতিহ্য ও ইতিহাস জানতে পারছি। প্রতিবছর এভাবে আয়োজন করলে শিক্ষার্থীরা বাংলার হারিয়ে যাওয়া সংস্কৃতি জানতে ও শিখতে পারবো।
বর্ষবরন অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন লোহার টেক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শেখ নিজাম উদ্দীন,মোঃ আলিম,নজরুল ইসলাম,শহীদুল ইসলাম,কামরুজ্জামান,মতিউর রহমান,ইব্রাহীম মন্ডল, রুমা লায়লা,নীলা রানী, শাহনাজ পারভীন আতিয়ার রহমান সহ অন্যান্য কর্মচারী বৃন্দ।