দেওয়ান মাসুকুর রহমান
বিশেষ প্রতিনিধি
শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ২৬ মার্চ ২০২৫ : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১২শ মানুষের মাঝে আর্থিক উপহার বিতরণ করেছে উপজেলা নাগরিক পরিষদ।
মঙ্গলবার (২৫ মার্চ ২০২৫) সকাল সাড়ে ১১টায় শহরের ভানুগাছ রোডের জেলা পরিষদ অডিটোরিয়ামে এ উপহার বিতরণ করা হয়।
ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-এর পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন পিপিএম সেবা।
শ্রীমঙ্গল উপজেলা নাগরিক পরিষদের সভাপতি ও যুক্তরাজ্য প্রবাসী মোহিন আহমেদ চৌধুরীর সভাপতিত্বে ও আক্তার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা ও যুক্তরাজ্য প্রবাসী সাজন মিয়া।
আরও বক্তব্য দেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম ও উপজেলা নাগরিক পরিষদের সিনিয়র সহসভাপতি মোসাব্বির আল মাসুদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান, শ্রীমঙ্গল প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ও দৈনিক যুগান্তর পত্রিকার প্রতিনিধি সৈয়দ আবু জাফর সালাউদ্দিন, উপজেলা নাগরিক পরিষদের সাধারণ সম্পাদক শাহ জাবের উদ্দিন আহমদ, মো. সাহারার ইসলাম রুহিন ও দৈনিক জনতা পত্রিকার প্রতিনিধি সৈয়দ সিরাজুল ইসলাম হাসান সহ সাংবাদিকরা ও বিশিষ্টজন।