সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি):
শ্রীমঙ্গল থানার পুলিশের অভিযানে অবৈধভাবে উত্তোলিত বালু ও ট্রাক সহ দুইজনকে আটক করা হয়েছে। উপজেলার ভূনবীর ইউনিয়নের পশ্চিম লইয়ারকুল এলাকায় শ্রীমঙ্গল-হবিগঞ্জ মহাসড়কের পাশে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
শ্রীমঙ্গল থানার এসআই আব্দুর রহিম জিবান অভিযান ও আটকের সত্যতা নিশ্চিত করে জানান শনিবার (১৫ ফেব্রুয়ারী) জানান,” গতকাল শুক্রবার (১৪ ফেব্রুয়ারী) থানার ফোর্সসহ অভিযান চালিয়ে নুর আলম (৩০) ও ফারুক মিয়া (৪০) নামে দুইজনকে আটক করেন। এ সময় একটি ১২ টনি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৩-৬৫৪৪) থেকে ৪০০ ঘনফুট অবৈধভাবে উত্তোলিত সিলিকা বালু জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ৮,০০০ টাকা।
তিনি আরও জানান,’আটককৃতরা শ্রীমঙ্গলের বিভিন্ন সরকারি ছড়া,জমি ও হাইল হাওড় থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছিল,যা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে’।