লালমোহাম্মদ কিবরিয়া : শেরপুর
শেরপুর নালিতাবাড়ীতে সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ৭ এপ্রিল বিকেলে শহীদমুক্তিযোদ্ধা মঞ্চে বিক্ষোভ সমাবেশ করা হয়েছে।
ইসরাইল চুক্তি ভঙ্গ করে, ইসরায়েলী বাহিনীর বর্বরতা নৃশংসতা গণহত্যা ও উপর্যপুরি বিমান হামলার প্রতিবাদে শেরপুরের নালিতাবাড়ীতে ধর্মপ্রাণ মুসলিম বিভিন্ন মসজিদের ইমামগন , ছাত্র জনতা সহ বিভিন্ন শ্রেনী পেশার জনগন সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে ।
সমাজকল্যাণ ফাউন্ডেশন ও অঙ্গ সংগঠন ইয়ুথ পাওয়ারের আয়োজিত সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নালিতাবাড়ী পৌরশহর প্রদক্ষিন করে তারাগঞ্জ মধ্যবাজার চৌরাস্তা মোড়ে সমাপ্ত হয়।
ইসরাইলের বর্বরতা নৃশংসতা গণহত্যা ও উপর্যপুরি বিমান হামলার তীব্র নিন্দা জানিয়ে বক্তব্য রাখেন তৌহিদি জনতার নেতৃবৃন্দ। ইসরায়েলী পণ্য বয়কটের দাবী করে শ্লোগান দেয় বিক্ষোভকারীরা এবং ফিলিস্তিনের সাহায্যে তহবিল গঠনের গুরুত্ব আরোপ করেন।