লালমোহাম্মদ কিবরিয়া :
শেরপুরের ঝিনাইগাতী সীমান্ত থেকে ৭লাখ ১৪ হাজার টাকার ভারতীয় ২০বস্তা জিরা, একটি অশোক ল্যান্ড পিকআপ ও একটি হানক মোটরসাইকেল সহ ইয়াছিন আনোয়ার নামে এক পাচার কারীকে গ্রেফতার করেছে বাংলাদেশ বর্ডারগার্ড ( বিজিবি)।
বুধবার ১২মার্চ বুধবার অনুমান ভোর সাড়ে পাঁচটার সময় ঝিনাইগাতী উপজেলার জামতলী এলাকা থেকে এসব মালামাল জব্দ করা সহ আটক করা হয় ইয়াছিন আনোয়ারকে। পাচারকারী (কারবারি) আনোয়ার ঢাকার কামরাঙ্গীচর এলাকার ইব্রাহিম শিকদারের ছেলে।
ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মুহাম্মদ সানবীর হাসান মজুমদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে নকশী ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল লতিফের নেতৃত্বে বিজিবি’র একটি দল অভিযান চালিয়ে ভারত থেকে অবৈধপথে আনা ৭লাখ ১৪ হাজার টাকা মুল্যের ভারতীয় ২০বস্তা জিরা, একটি অশোক ল্যান্ড পিকআপ ও একটি হানক মোটরসাইকেল সহ ইয়াছিন আনোয়ার নামে কারবারিকে গ্রেফতার করে।
দুপুরে বিজিবি বাদী হয়ে
ইয়াছিন আনোয়ারের নামে মামলা দায়েরের পর জব্দকৃত জিরা, পিকআপ, মোটরসাইকেল ও আসামীকে ঝিনাইগাতী থানায় হস্তান্তর করা হয়েছে।
ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মুহাম্মদ সানবীর হাসান মজুমদার গণমাধ্যম কে জানান, সীমান্তে চোরাচালান বন্ধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ জানান, জব্দ কৃত মালামালের তালিকা তৈরি করে ইয়াছিনের বিরুদ্ধে মামলা দায়ের পর আদালতে সোপর্দ পাঠানো হয়েছে।