শান্ত শিফাত, ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতী উপজেলার উত্তর পানবর এলাকায় অভিযান চালিয়ে ডাকাত দলের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইগাতী থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে।
আটককৃতরা হলেন- ঝিনাইগাতীর সারিকালিনগরের মঞ্জুরুল হকের ছেলে আনোয়ার হোসেন ওরফে আনু (৩৮), কুড়িগ্রামের আ. রহমানের ছেলে মোখলেছুর রহমান (৩৫) এবং কুড়িগ্রামের মুংলার খুটি গ্রামের শাহাজানের ছেলে জাহান উদ্দিন (৩৫)। তাদের কাছ থেকে রামদা, চাকুসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, আটককৃতরা গজনী অবকাশ কেন্দ্রসহ আশপাশের এলাকায় ডাকাতির পরিকল্পনা করছিল। সাম্প্রতিক সময়ে গজনী পিকনিক স্পট ও অন্যান্য এলাকায় চুরি ও ছিনতাই বেড়ে যাওয়ায় আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয় হয় এবং অভিযান পরিচালনা করে।
ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল আমিন বলেন, “শেরপুরের পুলিশ সুপার আমিনুল ইসলামের নির্দেশনায় আমরা এ অভিযান পরিচালনা করেছি। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং আগামীকাল আদালতে পাঠানো হবে। এছাড়া, আটককৃতদের সঙ্গে স্থানীয় কারও সংশ্লিষ্টতা আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।”
উল্লেখ্য, সম্প্রতি গজনী পর্যটন এলাকায় চুরি ও ছিনতাইয়ের ঘটনা বেড়ে যাওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ জানিয়েছে, এ ধরনের অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।