মোঃ আব্দুল কুদ্দুস, শাহজাদপুর ( সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের শাহজাদপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা পুরস্কার বিতরণ অনুষ্ঠিত।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি ) সকালে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস -২০২৫ উপলক্ষে শাহজাদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের শহিদ স্মৃতি সম্মেলন কক্ষে আলোচনাসভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শারমিন আলম,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ বেলাল হোসেন,শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আছলাম আলী, শাহজাদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আল আমিন হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম শাহাদত হোসেন,উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ মুরাদ হোসেন প্রমুখ।