মনির হোসেন বেনাপোল,
যশোরের শার্শা উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মুহুমুহু বোমা বর্ষনের ঘটনা ঘটেছে। এতে রাজু (৩৫) আনোয়ার (৬০ )নামে দু’জন আহত হয়েছে।
সোমবার(৭ এপ্রিল) সন্ধায় উপজেলার গোগা ইউনিয়নের পাঁচভুলোট গ্রামে এ ঘটনাটি ঘটেছে। এদিকে ঘটনার পর থেকে ওই গ্রামের প্রায় ১৫ টি পরিবার বাড়ি ছাড়া রয়েছে। আহত রাজু পাঁচ ভুলোট গ্রামের আজিবার বদ্দির ছেলে ও আনোয়ার একই গ্রামের মৃত ইজ্জত আলীর ছেলে।
মঙ্গলবার দুপুরে সরেজমিনে গিয়ে প্রতাক্ষদর্শীদের বরাতে জানাগেছে,পাঁচভুলোট গ্রামে একটি সরকারি বাংঙ্গড় (খাল) বর্তমানে ইজারা বিহীন থাকায় গ্রামের লোকজন সকলে মিলে সেখান মাছ চাষের ব্যবসা করেছে। ঘটনার দিন সকালে খালে নৌকা চালানো নিয়ে গ্রামের আনোয়ার হোসেনের ছেলে দেলোয়ার ও ইনায়েত আলীর ছেলে রিপনের সাথে একই গ্রামের আজিবার বদ্দির ছেলে রাজুর বাকবিতন্ডার এক পর্যয়ে রাজু দেলোয়ার ও রিপনে মারধোর করে। পরে বিকালে গ্রামের মোড়ে ইয়াছিনের দোকানের সামনে রাজুকে একা পেয়ে দেলোয়ার ও রিপন মারধোর করে গুরুতর আহত করলে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন।
খবর পেয়ে রাজুর পক্ষের লোকজন দলবল নিয়ে এসে মুহুমুহু বোমার বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে ও কয়েকটি বাড়ি ভাংচুর করে। এ সময় বোমার স্প্রিন্টারের আঘাতে আনোয়ার হোসেন (৬০) নামে একজন পথচারী আহত হয়। এ রিপোট লেখা পর্যন্ত এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। যে কোন সময় দুই পক্ষের বড় ধরনের সংঘর্ষ বাঁধার সম্ভাবনা আছে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রবিউল ইসলাম জানান,খবর পেয়ে ঘটনাস্থলে তিনি দুই বার পুলিশের টিম পাঠিয়েছিলেন। পরিস্থিতি স্বাভাবিক আছে। তবে এ ঘটনায় আহতদের পরিবার থেকে অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।