জামিউল ইসলাম তুরান, শান্তিগঞ্জ (সুনামগঞ্জ):
শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নে ঈদ উপহার হিসেবে অসহায় মানুষদের মাঝে নগদ অর্থ বিতরণ করেছে হাবিবুল্লাহ্ কল্যাণ ট্রাস্ট। শুক্রবার বিকাল আড়াইটায় ইউনিয়নের মামদপুর গ্রামের চেয়ারম্যান বাড়িতে সাড়ে ৪শ’ মানুষের মাঝে নগদ ১ হাজার টাকা করে প্রদান করা হয়েছে।
নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাবিবুল্লাহ্ কল্যাণ ট্রাস্টের সভাপতি ও মরহুম হাবিব উল্লাহ্’র ছেলে আনর আলী। ট্রাস্টের পরিচালক ইরান উদ্দিনের পরিচালনায় বক্তব্য রাখেন- মরহুম হাবিব উল্লাহ্’র অপর ছেলে হাজি কনর আলী।
কনর আলী বলেন, আমার বাবার নামে যে ট্রাস্টটি গঠন করা হয়েছে তাতে ফান্ডিং করেন ইংল্যান্ডে থাকা আমার পরিবারের সদস্যরা। যারা ফান্ডিং করছেন তাদের জন্য দোয়া করার জন্য অনুরোধ করছি। দোয়া করবেন, প্রতি বছরের মতো আগামীতেও যেনো এরকম ভালো কাজ অব্যাহত রাখতে পারি।
এসময় উপস্থিত ছিলেন মামদপুর গ্রামের প্রবীণ মুরব্বি আব্বাস উদ্দিন, জালাল উদ্দিন, কালা মিয়া, আছকির উদ্দিন, নাজির উদ্দিন, সিরাজ মিয়া, স্বেচ্ছাসেবী শাকিল আহমদ, মাজহারুল ইসলাম, জোবায়ের আহমদ, ইমন আহমদ, রবি আহমদ, সিয়াম আহমদ, রুবেল আহমদ, শাফি আহমদ প্রমুখ।
উল্লেখ্য, হাবিব উল্লাহ্ কল্যাণ ট্রাস্ট রমজান, ঈদ ও বিভিন্ন দুর্যোগময় মুহুর্তে সব সময়ই সাধারণ মানুষের সহযোগিতায় এগিয়ে আসে। এর আগে ঘরের টিন, খাদ্য সামগ্রী, চিকিৎসা সহায়তা ও নগদ অর্থ বিতরণ করেছে হাবিব উল্লাহ্ কল্যাণ ট্রাস্ট।