জামিউল ইসলাম তুরান, শান্তিগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার শিবপুর গ্রামের হাফিজ আব্দুল্লাহ’র সৌজন্য ডুংরিয়া, শিবপুর এলাকার মুর্দেগানদের ইসালে সাওয়াব ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) বিকাল ২ টায় উপজেলার জয়কলস ইউনিয়নের শিবপুর পুরাতন জামে মসজিদ প্রাঙ্গণে বল্লভপুর হাফিজিয়া মাদ্রাসার সাবেক প্রধান শিক্ষক হাফিজ আজিজুর রহমানের সভাপতিত্বে, সাবেক প্রধান শিক্ষক হাফিজ আব্দুল্লাহর পরিচালনায় ইসালে সাওয়াব ও দোয়া মাহফিলে অতিথি হিসাবে বক্তব্য রাখেন সৎপুর কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা সালেহ আহমদ, লতিফিয়া এতিমখানা হিফজ শাখা ফুলতলীর প্রধান শিক্ষক হাফিজ আশিকুর রহমান, সহিতপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আনোয়ার হোসেন জালালী, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী মাওলানা মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ, কাজী সৈয়দ সালিক আহমদ, উত্তরকুর্শী ইসলামপুরের মাওলানা এম ইব্রাহীম বিন আশ্রাফী, শিবপুর পুরাতন জামে মসজিদের ঈমাম হাফিজ জহিরুল হক,শান্তিগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির অর্থ সম্পাদক হাফিজ রশিদ আহমদ, মাওলানা সাব্বির আহমদ, শান্তিগঞ্জ উপজেলা তালামিযের সভাপতি মুহাম্মদ দিলোয়ার হোসেন, সহ প্রমূখ।
অনুষ্ঠান শেষে সকল মুরদেগানদের জন্য মাগফেরাত কামনা করে মোনাজাত করেন লতিফিয়া এতিমখানা হিফজ শাখা ফুলতলীর প্রধান শিক্ষক হাফিজ আশিকুর রহমান।