জামিউল ইসলাম তুরান, শান্তিগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের শান্তিগঞ্জে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে রাস্তা পার হওয়ার সময় নূর পরিবহনের বাসের চাপায় সুমাইয়া (৮) নামে এক কন্যা শিশু নিহত হয়েছে।
শনিবার (২৯ মার্চ) সকাল ৭টার দিকে শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের আহসানমারা ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সুমাইয়া উপজেলার জয়কলস নোয়াগাঁও গ্রামের সিরাজ উদ্দিনের মেয়ে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকাল ৭টায় ঈদ উদযাপনের জন্য মা-বাবার সঙ্গে ঢাকা থেকে আহসানমারা ব্রিজ সংলগ্ন নোয়াগাঁও এলাকায় বাস থেকে নামে সুমাইয়া ও তার মা-বাবা। পরে রাস্তা পার হওয়ার সময় নূর পরিবহনের (ঢাকা মেট্রো-ব ১১১৬৯৮) একটি বাসের চাপায় ঘটনাস্থলেই প্রাণ হারায় শিশু সুমাইয়া। তবে তার মা-বাবা হতাহত হননি।
এ সময় ক্ষুব্ধ স্থানীয় জনতা মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেন, ফলে আহসানমারা সেতুর দুই পাশে যানবাহনের দীর্ঘ লাইন পড়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় শান্তিগঞ্জ থানা পুলিশ ও জয়কলস হাইওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং সুমাইয়ার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জয়কলস হাইওয়ে থানা পুলিশের এসআই নাজমুল ইসলাম জানান, পরিবারের সঙ্গে ঈদ করতে এসে বাসচাপায় শিশু নিহত হয়েছে। পরে স্থানীয়দের সহযোগিতায় যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। বাসটি আটক করা হয়েছে এবং অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।