লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুরে সরকারী ও বেসরকারী ব্যবস্থাপনায় হজ্জ যাত্রীদের নিয়ে দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা ১৬ এপ্রিল (বুধবার) সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।ইসলামী ফাউন্ডেশন জেলা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত সকালে প্রশিক্ষণ উদ্বোধন ঘোষণা করেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মেজবা উল আলম ভূঁইয়া। ফাউন্ডেশনের জেলা কার্যালয়ের উপপরিচালক মুহাম্মদ জাকের হোসাইন এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন,মেডিকেল অফিসার ডা: নাহিদ রায়হান, ইসলামী ব্যাংক লক্ষ্মীপুর শাখার পিন্সিপাল অফিসার নুর নবী, সহকারী পরিচালক আনোয়ার হোসেন প্রমুখ। দিনব্যাপি কর্মশালায় হজ্জের পূর্বে করণীয় এবং হজ্জ শেষে করণীয় বিষয়ে হাজীদের বিভিন্ন ধরনের দিক নির্দেশনা প্রদান করেন অতিথিবৃন্দ। এতে সরকারী ও বেসরকারী ব্যবস্থাপনায় প্রায় ৩৫০ জন হাজী এই কর্মশালায় উপস্থিত ছিলেন।
ইসলামিক ফাউন্ডেশন জেলা কার্যালয়ের উপপরিচালক মুহাম্মদ জাকের হোসাইন জানান, এ বছর সরকারী ভাবে লক্ষ্মীপুর জেলা থেকে ১০ জন এবং বেসরকারী ব্যবস্থাপনায় ৪০৫ জন হাজী পবিত্র হজ্জ পালনের উদ্দেশ্যে সৌদি গমন করবেন।
রবিউল ইসলাম খান
লক্ষ্মীপুর