লক্ষ্মীপুর প্রতিনিধি : জাটকা ধরা বন্ধ হলে ইলিশ উঠবে জাল ভরে এমন স্লোগান কে সঙ্গে নিয়ে (০৮-১৪ এপ্রিল) জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে লক্ষ্মীপুরে উদ্বোধনী অনুষ্ঠান ও নৌ র্যালির আয়োজন করা হয়।
মঙ্গলবার দুপুরে জেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে সদর উপজেলার চর রমণী মোহন ইউনিয়নের আবদুল হক উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার।
জেলা মৎস্য কর্মকর্তা বিল্লাল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামসেদ আলম রানা,সহকারী পরিচালক জসিম উদ্দিন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহামুদুল ইসলাম চৌধুরী,নৌ পুলিশের মজু চৌধুরী হাট শাখার ইনচার্জ সোহেল রানা, মজু চৌধুরী হাট শাখা কোষ্টগার্ড কমান্ডার আশরাফ উদ্দিন,মৎস্যজীবী শাহ জালাল লিটন প্রমুখ। পরে মজু চৌধুরী হাট থেকে মেঘনা নদীতে নৌ র্যালির আয়োজন করা হয়। এতে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ, জেলে,মৎস্যজীবী ও মৎস্য অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা, কর্মচারী, সাংবাদিসহ বিভিন্ন শ্রেণী ও পেশার লোকজন অংশ নেয়। মূলত জাটকা ধরা থেকে জেলেদের বিরত রাখতে এ ধরনের উদ্যোগ বলে মৎস্য বিভাগের কর্মকর্তারা জানান।
মো: রবিউল ইসলাম খান
লক্ষ্মীপুর