লক্ষীপুর প্রতিনিধি: এসে দেশ বদলাই, পৃথিবী বদলাই তারুণ্য উৎসব উদযাপন উপলক্ষে প্রশিক্ষণার্থীদের
উদ্যোক্তা তৈরির পরিকল্পনা প্রণয়ন বিষয়ক উম্মুক্ত আলোচনা সভা ও সাংষ্কৃতিক অনুষ্ঠান ০৫ ফেব্রুয়ারী (বুধবার) সকালে শহর সমাজ সেবা কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। শহর সমাজ সেবা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো: শরীফ হোসেন এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক স্বপন কুমার হালদার।
বিশেষ অতিথি ছিলেন সহকারী পরিচালক মুহাম্মদ মাহবুবুর রহমান, প্রতিবন্ধী ও সেবা ও সাহায্য কেন্দ্রের কর্মকর্তা নাঈমা জান্নাত প্রমুখ। উক্ত সভায় দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের অর্ধশতাধিক প্রশিক্ষনার্থী উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।