সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি):
রোটার্যাক্ট ক্লাব অব মৌলভীবাজার ডিলিজেন্ট সিটির আয়োজনে ২০২৫ সালের ইফতার মাহফিল অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে। ক্লাবের সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের প্রাণবন্ত উপস্থিতি এই আয়োজনকে আরও অনুপ্রেরণাদায়ক করে তুলেছে।
ক্লাবের পক্ষ থেকে উপস্থিত সকল সদস্য ও অতিথিদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানানো হয়েছে। তাদের সহযোগিতা ও অংশগ্রহণ ভবিষ্যতে আরও বড় পরিসরে সমাজকল্যাণমূলক উদ্যোগ গ্রহণে ক্লাবকে অনুপ্রাণিত করবে।
বিশেষ ধন্যবাদ জানানো হয় ক্লাবের সেই সকল নিবেদিতপ্রাণ সদস্যদের,যাদের অক্লান্ত পরিশ্রম ও নিষ্ঠার ফলে এই আয়োজন সফল হয়েছে।
রোটার্যাক্ট ক্লাব অব মৌলভীবাজার ডিলিজেন্ট সিটি ভবিষ্যতে:—
১) তরুণদের দক্ষ নেতৃত্ব গঠনে সহায়তা করবে।
২) সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াবে।
৩) ফেলোশিপের মাধ্যমে যুবসমাজকে একত্রিত করে মানবকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করবে।
এই আয়োজনে উপস্থিত ছিলেন:ক্লাব সভাপতি রোনালদো ধর,অতীত সভাপতি রো: শেখ তোফায়েল আহমেদ রুকন,সদ্য অতীত সভাপতি রো: নাহিদুল ইসলাম ফাহিম ও ক্লাবের অন্যান্য সক্রিয় সদস্যবৃন্দ।
বর্তমানে রোটার্যাক্ট ডিস্ট্রিক্ট বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করছে,তবুও রোটার্যাক্ট ক্লাব অব মৌলভীবাজার ডিলিজেন্ট সিটি তাদের সক্রিয় উপস্থিতি ও কার্যক্রমের মাধ্যমে প্রমাণ করেছে যে, তারা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে প্রতিশ্রুতিবদ্ধ।
এই আয়োজন শুধু একটি ইফতার মাহফিল নয়,বরং এটি ছিল বন্ধুত্ব,সহযোগিতা এবং সামাজিক দায়বদ্ধতার এক অনন্য উদাহরণ। ভবিষ্যতে ক্লাব আরও বৃহৎ পরিসরে মানবসেবামূলক কার্যক্রম পরিচালনার জন্য অঙ্গীকারবদ্ধ।