নাজমুল হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি:-বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। আর এই পহেলা বৈশাখ ১৪৩২ উপলক্ষে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’, লোকজ মেলা ও সাংষ্কৃতিক অনুষ্ঠান যাকজমক ভাবে হয়েছে।
সোমবার (১৪ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ষবরণের র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পরিষদ চত্তরে বাংলা নববর্ষ উপলক্ষ্যে স্থানীয় শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
র্যালীতে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। র্যালি শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়,আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিউল মাজলুবিন রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নুর আলিফ,জামায়েত উপজেলা সেক্রেটারি রজব আলী, পৌর বিএনপির সভাপতি শাহাজাহান আলী,সম্পাদক মহসিন আলী, প্রমুখ।