সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি):
মৌলভীবাজার জেলার পুলিশ সুপার জনাব এম.কে.এইচ. জাহাঙ্গীর হোসেন,পিপিএম (সেবা) বুধবার (১৬ এপ্রিল) রাজনগর থানা পরিদর্শন করেছেন।
সকালেই থানা প্রাঙ্গণে পৌঁছালে তাঁকে স্বাগত জানান সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আজমল হোসেন ও রাজনগর থানার অফিসার ইনচার্জ মোর্শেদুল হাসান খান। পরে থানার একটি চৌকস পুলিশ দল পুলিশ সুপারকে গার্ড অব অনার প্রদান করে।
পরিদর্শনের অংশ হিসেবে পুলিশ সুপার থানার অস্ত্রাগার, মালখানা, ব্যারাক, মেসসহ সকল কার্যক্রম ঘুরে দেখেন। দাপ্তরিক নথিপত্র, মামলা রেজিস্টার ও ডকেট পর্যালোচনা করে তিনি প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
এই পরিদর্শন প্রসঙ্গে তিনি বলেন,থানার সার্বিক পরিবেশ, প্রশাসনিক দক্ষতা এবং জনসেবায় স্বচ্ছতা নিশ্চিত করাই মূল লক্ষ্য।
রাজনগর থানার কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে তিনি ভবিষ্যতেও পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান জানান।