ফিরোজ ফরাজী রাঙাবালী পটুয়াখালী প্রতিনিধি:
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ জামাল ভূইয়ার বাড়ি পটুয়াখালীর রাঙ্গাবালীর মৌডুবিতে ঈদ উপহার পৌঁছে দেওয়া হয়েছে।
শনিবার সকালে জেলা প্রশাসকের পক্ষ থেকে ঈদ উপহারসামগ্রী নিয়ে শহীদ জামালের বাড়িতে গিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হাসান।
এ সময় শহীদ জামালের স্ত্রী, সন্তান ও পরিবারের মাঝে এই ঈদসামগ্রী তুলে দেওয়া হয়। পরে শহীদ জামালের কবর জিয়ারত করে তার রুহের মাগফিরাত কামনা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হাসান জানান, জেলা প্রশাসক মহোদয়ের পক্ষ থেকে ঈদুল ফিতর উপলক্ষে শহীদ জামাল ভূইয়ার পরিবারকে উপহার সামগ্রী প্রদান করা হয়েছে।