সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি):
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসন এখন রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দু। দীর্ঘ তিন দশক আওয়ামী লীগের সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহিদের একক আধিপত্যে থাকা এই আসন এবার নতুন সমীকরণে দাঁড়িয়েছে। শেখ হাসিনা সরকারের পতনের পর গ্রেপ্তার হন আব্দুস শহিদ, ফলে এলাকায় আওয়ামী লীগের প্রভাব অনেকটা দুর্বল হয়ে পড়ে। সুযোগটি কাজে লাগাতে বিএনপি, জামায়াতে ইসলামী ও নবগঠিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সক্রিয় হয়ে উঠেছে।
বিএনপির তিন সম্ভাব্য প্রার্থী,যারা এই আসনে মনোনয়নপ্রত্যাশী:
১) আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী: সাবেক সংসদ প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য। তিনি দাবি করেন,অতীতে সূক্ষ্ম কারচুপিতে তার পরাজয় নিশ্চিত করা হয় এবং একাধিক মিথ্যা মামলায় হয়রানির শিকার হন। তবুও তিনি দলের আদর্শ থেকে সরে যাননি।
২) মো. মহসিন মিয়া মধু: সাবেক পৌর মেয়র ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য। দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা ও মাঠ পর্যায়ে সক্রিয়তার কারণে তিনি এবারও জনগণের সমর্থন পাচ্ছেন বলে দাবি করেন।
৩) জালাল উদ্দিন জিপু: সাবেক শ্রীমঙ্গল উপজেলা ছাত্রদল সভাপতি ও প্রবাসী নেতা। জেল-জরিমানা, পারিবারিক ক্ষতি ও দীর্ঘ প্রবাসজীবন সত্ত্বেও বিএনপির রাজনীতিতে সক্রিয় ছিলেন। সম্প্রতি ওমরা হজ শেষে যুক্তরাজ্য থেকে দেশে ফিরে তিনি তারেক রহমানের নির্দেশনায় নির্বাচনমুখী হয়েছেন।
সিলেট বিভাগের এই গুরুত্বপূর্ণ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও এনসিপির সক্রিয়তা ব্যাপক।
জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে মাঠে আছেন সিলেট মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মো. আব্দুর রব। তিনি বলছেন, “মানুষ পরিবর্তন চায়। বৈষম্যহীন সমাজ গড়তে জামায়াত এবারও জনগণের পাশে থাকবে।”
অন্যদিকে,নতুন সমীকরণের বড় চমক এনসিপির তরুণ নেতা প্রীতম দাশ। লাউয়াছড়া জাতীয় উদ্যান রক্ষার আন্দোলন ও ২০২২ সালের সিলেটের বন্যায় ত্রাণ কার্যক্রমে তিনি আলোচনায় আসেন। আওয়ামী আমলে কারাবন্দি হলেও তিনি আন্দোলন থেকে সরে যাননি। বর্তমানে তরুণ ভোটারদের কাছে তিনি একটি নতুন রাজনৈতিক বিকল্প হিসেবে জনপ্রিয়তা পাচ্ছেন।
চা-শ্রমিক অধ্যুষিত এই আসনে টানা জয়ী হয়ে আসা আব্দুস শহিদের অনুপস্থিতি আওয়ামী লীগের জন্য বড় ধাক্কা হয়ে দাঁড়িয়েছে। ফলে বহু বছরের নিরাপদ ঘাঁটি এবার ক্ষমতাসীন দল হারানোর শঙ্কায় রয়েছে।
সব মিলিয়ে,মৌলভীবাজার-৪ আসন আগামী নির্বাচনে বিরোধী দলের জন্য সবচেয়ে সম্ভাবনাময় এবং আওয়ামী লীগের জন্য সবচেয়ে চ্যালেঞ্জিং আসনে পরিণত হয়েছে।