সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি):
মৌলভীবাজার শহরে চলমান লুটপাট ও ভাঙচুরের ঘটনার প্রেক্ষিতে মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে বাটা শোরুম ও কয়েকটি কোমল পানীয়র গোডাউন সরেজমিনে পরিদর্শন করেন জেলার পুলিশ সুপার এম.কে.এইচ. জাহাঙ্গীর হোসেন (পিপিএম-সেবা)।
পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন,“বয়কট বা প্রতিবাদের নামে কেউ যদি বিশৃঙ্খলা সৃষ্টি করে, আইনশৃঙ্খলা ভঙ্গ করে কিংবা লুটপাটে জড়ায়—তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।”
তিনি আরও বলেন,“একটি চিহ্নিত গোষ্ঠী সরকারের ভাবমূর্তি নষ্ট করতে ও সামাজিক অস্থিরতা সৃষ্টির উদ্দেশ্যে সাধারণ মানুষের ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাট চালাচ্ছে। এইসব হামলাকারী ও লুটেরাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং জনগণকেও সামাজিকভাবে তাদের প্রতিহত করতে হবে।”
পুলিশ সুপার আরও আহ্বান জানান, “সন্দেহভাজনদের চিহ্নিত করে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিন। কেউ যেন অপপ্রচারে বিভ্রান্ত হয়ে নৈরাজ্যে জড়িয়ে না পড়ে।”
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন;অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা, ডিবির অফিসার ইনচার্জ আবু জাফর মো. মাহফুজুল কবির এবং সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. মিনহাজুল কবিরসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এমন পরিস্থিতিতে শান্তিপ্রিয় নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়—অসত্য প্রচারণা ও উস্কানীমূলক কর্মকাণ্ড থেকে দূরে থেকে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহযোগিতা করার।