মৌলভীবাজার প্রতিনিধি:
হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভা করেছে মৌলভীবাজার জেলা পুলিশ। সোমবার (১ জুলাই) সকাল ১১টায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ জুম প্ল্যাটফর্মে ভার্চুয়ালি অংশগ্রহণ করেন।
সভায় সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার এম. কে. এইচ. জাহাঙ্গীর হোসেন পিপিএম (সেবা)।
সভায় সাম্প্রতিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি ছাড়াও আসন্ন জন্মাষ্টমী ও দুর্গাপূজার প্রস্তুতি,কিশোর গ্যাং ও ইভটিজিং,সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও সাম্প্রদায়িক বিভ্রান্তি রোধ ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
পুলিশ সুপার বলেন,“আপনারা বাংলাদেশের নাগরিক,এই পরিচয়ের বাইরে কিছু নয়। মৌলভীবাজার জেলা পুলিশ আপনাদের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। নিজেদের কখনো সংখ্যালঘু ভাববেন না। আইনগত সহযোগিতার জন্য আমরা সর্বদা প্রস্তুত।”
তিনি আরও বলেন,“শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে এগিয়ে আসতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর পোস্ট বা সাম্প্রদায়িক উসকানি শেয়ার করার আগে যাচাই-বাছাই করুন। এমন কোনো বিষয় দেখলে পুলিশকে জানান।”
সভায় অংশগ্রহণকারী নেতৃবৃন্দ ধর্মীয় উৎসবসমূহ নির্বিঘ্নে পালনের বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন এবং সামাজিক বিভিন্ন সমস্যা নিয়ে মতামত দেন।
সভায় উপস্থিত ছিলেন;অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আজমল হোসেন, মৌলভীবাজার সদর থানার ওসি গাজী মোঃ মাহবুবুর রহমান,জেলা বিশেষ শাখার ডিআইও-১ ওমর ফারুক,সিনিয়র আইনজীবী এড. সুনীল কুমার দাস,সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা স্বাগত কিশোর দাস চৌধুরী,পরিবেশ আন্দোলন (বাপা) জেলা শাখার সদস্য সচিব শিব প্রসন্ন ভট্টাচার্য,হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের উপদেষ্টা শৈলেন্দ্র মোহন পাল,এড. রুনু কান্ত দত্ত, রূপক চন্দ্র দেব এবং ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক চিত্রা নন্দী প্রমুখ।
সভায় সম্প্রীতি,সহাবস্থান ও নিরাপত্তা নিশ্চিতে পুলিশ ও বিভিন্ন সম্প্রদায়ের পারস্পরিক সহযোগিতার আহ্বান জানানো হয়।