সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি):
মৌলভীবাজারে সরকারি প্রকিউরমেন্ট পদ্ধতি আরও স্বচ্ছ ও কার্যকর করতে বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (বিপিপিএ) আয়োজিত এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় অংশ নেন সরকারি কর্মকর্তা, ঠিকাদারি প্রতিষ্ঠান, ব্যাংক প্রতিনিধি ও স্থানীয় সাংবাদিকরা।
মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিপিপিএ’র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মির্জা আশফাকুর রহমান।
কর্মশালায় সভাপতিত্ব করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন।
এছাড়া উপস্থিত ছিলেন; অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. বুলবুল আহমদ, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা শামীমা খন্দকার, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. খালেদুজ্জামান, এলজিইডির নির্বাহী প্রকৌশলী আহমেদ আবদুল্লাহ, জেলা মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান, মৌলভীবাজার প্রেসক্লাবের আহ্বায়ক বকশী ইকবাল আহমদ, সাবেক সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী, ঠিকাদার মো. শাহিন আহমদ ও তোফায়েল আহমদ তুয়েলসহ অন্যান্য অংশগ্রহণকারী।
কর্মশালায় ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) ব্যবস্থাপনার বিভিন্ন দিক, চ্যালেঞ্জ এবং উন্নয়নের সম্ভাবনা নিয়ে বিশদ আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা মাঠ পর্যায়ে প্রকিউরমেন্ট প্রক্রিয়ায় যেসব জটিলতা ও প্রযুক্তিগত সীমাবদ্ধতা রয়েছে, তা তুলে ধরেন এবং এর সমাধানে বাস্তবভিত্তিক পরামর্শ প্রদান করেন।
এই কর্মশালার মাধ্যমে স্থানীয় পর্যায়ে প্রকিউরমেন্ট ব্যবস্থার উন্নয়ন ও স্বচ্ছতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ অগ্রগতি হবে বলে মনে করছেন অংশগ্রহণকারীরা।