শাহ আলম জাহাঙ্গীর, কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগরে ১০ কেজি গাঁজাসহ ৩ জন মাদক ব্যাবসায়ী আটক করেছে মুরাদনগর থানা পুলিশ।
শনিবার (২৯ মার্চ) ১টায় মুরাদনগর সদর ইউনিয়নের মাস্টার পাড়া বেড়িবাঁধের ওপর থেকে তাঁদের আটক করা হয়। আটককৃত মাদকব্যবসায়ীরা হলো কসবা উপজেলার কোল্লাপাথর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে জসিম, দুলাল মিয়ার ছেলে সাইফুল ও মৃত জহির উদ্দিন মোস্তাফা।
পুলিশ সূত্রে জানা যায়, মুরাদনগর বেঁড়ি বাঁধের ওপর দিয়ে মাদকের চালান যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুর রহমানের নেতৃত্বে এসআই রুহুল আমিন ও এসএস আই শামীম আহমেদ সঙ্গীয় ফোর্স নিয়ে যানবাহনে তল্লাশি চালায়।
এ সময় একটি গাড়ী সন্দেহ হলে পুলিশ তাদেরকে নামিয়ে তল্লাশি করে ১০ কেজি গাজাঁ উদ্ধার করে। পরে ওই ৩ জনকে আটক করে থানায় নিয়ে আসেন।
এ বিষয়ে মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুর রহমান বলেন, আটককৃত মাদক ব্যাবসায়ীদের কাছ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের রবিবার সকালে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।