মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি;
প্রিয় জনপদ মুক্তাগাছার পেশাজীবি মানুষের সাথে মতবিনিময়’ ব্যানারে অনুষ্ঠানের আয়োজন
করেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আলহাজ¦ জাকির হোসেন বাবলু। উপজেলা
বিএনপির আহবায়ক হাবিবুর রহমান খান রতনের সঞ্চালনায় সোমবার রাতে পৌর সাধারণ পাঠাগার
মিলনায়তনে শিক্ষক, সাংবাদিক, ডাক্তার, আইনজীবি, ইমাম সহ বিভিন্ন পেশাজীবিরা এ সময়
একটি পরিচ্ছন্ন, টেকসই উন্নত জনপদ, নদী-খাল খনন ও শিক্ষার সুন্দর পরিবেশ আনায়ন সহ একটি
আধুনিক মুক্তাগাছা গড়তে পেশাজীবিরা মত দেন।

মতবিনিময় শেষে জাকির হোসেন বাবলু বলেন, আমরা যে যেখানেই থাকি না কেন মুক্তাগাছার
ভালো চাই এবং ভালোর জন্য সবাই এক। রাজনৈতিক পালাবদলে একের পর এক রাজনৈতিক দল ক্ষমতায়
এসেছে। মোশাররফ সাহেব যখন এখানে নেতৃত্ব দিয়েছেন। তখন কিন্তু তিনি কাউকে আলাদা করে
দেখেন নাই। জুলাই আন্দোলনের পর আমি ব্যক্তিগতভাবে এবং দলীয়ভাবে হিন্দুদের পাশে দাড়িয়েছি।
১৬০ মন্দিরের কোন ক্ষতি হতে দেইনি। সকল শ্রেণী পেশার মানুষরা যেন বৈষম্যের শিকার না হয়।
আমি কারো বিরুদ্ধাচরণ করে বলতে চাই না যে, কারা মুক্তাগাছার ক্ষতি করেছে। সে পরিবেশটা
যেন মুক্তাগাছায় আর ফিরে না আসে। তিনি আরোও বলেন, কোন নেতা এককভাবে সকলের
সহযোগিতা ছাড়া কোন কিছু গড়ে তুলতে পারে না। আমরা যারাই মুক্তাগাছায় জন্ম নিয়েছি,
বসবাস করছি। সকলেই মিলেই মুক্তাগাছাকে গড়ে তুলবো।
এ সময় মত প্রকাশ করেন সাবেক সাংসদ আবু রেজা ফজলুল হক বাবলু, মুক্তাগাছা বড় মসজিদের
ইমাম ও খতিব মনিরুল ইসলাম, জামায়াতে ইসলামী মুক্তাগাছার আমীর অধ্যাপক শামছুল হক, হাজী
কাশেম আলী কলেজ অধ্যক্ষ এখলাছুর রহমান জুয়েল, উপজেলা বিএনপির সিনিয়ির যুগ্ম আহবায়ক
কামরুজ্জামান লেবু, জাহাঙ্গীর হাসান, সাবেক মানকোন ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম
আমিন, মানকোন ইউপি চেয়ারম্যান শহীদুর ইসলাম তারা, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি
হাবিবুর রহমান হিরা, সাংবাদিক ফেরদৌস আলম, মনতলা সরকারি প্রাথমিক বিদ্যারয়ের প্রদান
শিক্ষক রোকেয়া প্রমূখ।
মীর সবুর আহম্মদে
২৫ মার্চ ২০২৫