মুক্তাগাছা প্রতিনিধি;
সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম একেএম মোশাররফ হোসেন স্মরণে ক্রিকেট টুর্ণামেন্টের আয়োজন করেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাঈদ-উজ-জামান সাঈদ। চাঁদামুক্ত সমাজ বিনির্মাণের দৃষ্টান্তস্বরুপ, তিনি নিজ খরচে এ টুর্ণামেন্টের আয়োজন করেন। সার্বিক তত্ত্বাবধান করেন যুবনেতা মিঠু চক্রবর্তী। শুক্রবার এই টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক মোঃ জাকির হোসেন বাবলু। বিশেষ অতিথি ও অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুর্শিদুজ্জামান খান সাইফুল, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর হাসান, জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ইউসুফ আলী, দক্ষিণ জেলা যুবদলের সহ সভাপতি নূরে হাসানুজ্জামান সোহাগ, সহ সাংগঠনিক সম্পাদক ওবাইদুর রহমান টুটুল, ছাত্রনেতা আরিফ, আসাদ ফরাজি, রাজিব মিএ প্রমূখ।
পুরস্কার প্রদান মঞ্চে প্রধান অতিথি জাকির হোসেন বাবলু বলেন, সকলের প্রাণপ্রিয় নেতা ছিলেন একেএম মোশাররফ হোসেন সাহেব। তারই স্মরণে এ আয়োজন করেছেন দুই তরুণ ক্রীড়া সংগঠক। তাদের ধন্যবাদ জানাই তাঁর কর্ম গুলোকে মনে রেখেছে। ফ্যাসিস্টরা ১৭ বছর খেলাকে বধ করে রেখেছিল। সেখান থেকে নতুন স্বাধীন সময়ে বিএনপি, যুবদল, ছাত্রদল নেতৃবৃন্দের হাত ধরে সব ইউনিয়নে এখন খেলা হচ্ছে। আমরা এ ধারাকে যে কোন কিছুর বিনিময়ে অব্যাহত রাখবো।
খেলার আয়োজক বলেন, মুক্তাগাছাকে চাঁদামুক্ত একটি সুন্দর সমাজ ও সমৃদ্ধশালী উপজেলা গড়ার পাশাপাশি আমরা চাই এখানে সামাজিক কার্যক্রমের সাথে খেলাধুলাকে অত্যন্ত গুরুত্ব দিতে। সেই গুরুত্বকে বহন করেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের যুবসমাজ ও তরুণ প্রজন্মের কথা চিন্তা করে খেলাধুলাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। এই টুর্নামেন্টসহ যুবসমাজকে মাদকমুক্ত রাখতে একাধিক টুর্নামেন্টের প্রয়োজন রয়েছে। যার মাধ্যমে আমরা এ উপজেলাকে একটি সুস্থ সমাজ গড়ে তুলতে চাই।
তিনি আরও বলেন, বিগত ১৭ বছরে আওয়ামী ফ্যাসিবাদের শাসনামলে তারা যুবসমাজকে খেলাধুলা থেকে দূরে রেখেছিল। খেলার প্রথম ইনিংসে ব্রহ্মপুত্র এক্সপ্রেস ১৪ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৯ রান সংগ্রহ করে। জবাবে দ্বিতীয় ইনিংসে মধুপুর ফ্রেন্ডস ফরেভার ১৪ ওভার খেলে ৯ উইকেট হারিয়ে ১৪৬ রান সংগ্রহ করে। ২ উইকেটে চ্যাম্পিয়ন হয় ব্রহ্মপুত্র এক্সপ্রেস। এতে ম্যাচ সেরা হয় অভি। টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট ও সর্বোচ্চ রান সংগ্রাহকের পুরস্কার জেতেন আশিক ও রুমেল।