মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি :
মুক্তাগাছা উপজেলার চেচুয়া শ্রীরাম বাড়ী এলাকায় ব্যবসায়ী মুখলেছুর রহমান হত্যা মামলার বাদী মুখলেছের স্ত্রী মোছাঃ চাম্পা বেগমকে বিবাদীর আত্মীয় স্বজনরা প্রাণনাশের হুমকি দিচ্ছে। তারা যে কোন সময় বাদীর প্রাণনাশ সহ বড় ধরনের ক্ষতি করতে পারে। এ নিয়ে বাদী চাম্পা বেগম তার সন্তানদের নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছে। ঘটনার বিবরণে জানা যায়, চেচুয়া রাঘববাড়ী এলাকার মুখলেছুর রহমান চেচুয়া বাজার হতে গত ১৭মার্চ রাত ১০টার দিকে তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে নিজ বাড়ী যাবার পথে চেচুয়া শ্রীরামবাড়ী এলাকার হযরত আলীর বাড়ীর সামনে পাকা রাস্তার উপর পৌঁছুলে পূর্ব শত্রæতার জের ধরে বিবাদী শ্্রীরাম বাড়ী এলাকার মৃত সাহেব আলীর পুত্র মাইনুল ইসলামের নেতৃত্বে আজিজুল হক আজু (৫৫), রেজাউল করিম রেজা (৪০), সাইফুল ইসলাম (২৮), জুনায়েদ আহমেদ (২২) সহ অজ্ঞাত চার পাঁচজন অতর্কিত দেশীয় অস্ত্র দিয়ে তার উপর হামলা করে গুরুতর আহত করে। তাকে মূমুর্ষূ অবস্থায় প্রথমে মুক্তাগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে ময়মনসিংহ কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।
এ ব্যাপারে মুক্তাগাছা থানায় মুখলেছের স্ত্রী চাম্পা বেগম বাদী হয়ে মুক্তাগাছা থানায় মামলা করে। মামলা নং-১৭, তারিখ-২০মার্চ ২০২৫। ধারা-১৪৩/৩৪১/৩২৩/৩২৬/৩০৭/৩৭৯/৫০৬/৩৪দ:বি:। মামলা হবার পর আসামীদের মধ্যে ১নং ও ২নং আসামী বিজ্ঞ আদালত থেকে জামিনে বের হয়ে এসে এলাকায় মিষ্টি বিতরণ করে বুনো উল্লাস করে। এ নিয়ে স্থানীয় জন সাধারণের মাঝে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এদিকে ঢাকায় চিকিৎসাধীন থাকা অবস্থায় ২৭মার্চ সকাল সাড়ে ৭টায় মুখলেছ মারা যান। মুখলেছের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পরলে এলাক্জাুড়ে জনগণ বিক্ষুব্ধ হয়ে পড়ে। এলাকার জনগণ চেচুয়া বাজার এলাকায় ময়মনসিংহ-জামালপুর মহাসড়ক ৩ঘন্টা অবরোধ করে রাখে। এতে উভয় পাশে প্রায় আট কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। ঘটনাস্থলে পুলিশ গেলে জনগণ পুলিশকে অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সেনাবাহিনী নিয়ে ঘটনাস্থলে যান এবং ২৪ঘন্টার মধ্যে আসামী গ্রেফতারের প্রতিশ্রæতি দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এদিকে মুখলেছের মৃত্যুর পর রুজুকৃত মামলাটি হত্যা মামলা হিসেবে এফআইআর অন্তর্ভূক্তি করার জন্য বিজ্ঞ আদালতে রিপোর্ট দাখিল করা হয়। পরবর্তীতে বিজ্ঞ আদালত আসামীদের জামিন বাতিল করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। এদিকে আসামীর আত্মীয়রা বাদীকে ও সন্তানদের প্রাণনাশ সহ বিভিন্ন ভাবে হুমকি প্রদান করে আসছে। যে কোন সময় তাদের প্রাণনাশসহ বড় ধরণের ক্ষতি করতে পারে। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সহ পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছে ভূক্তভোগী পরিবার।