মোঃ সায়েদুর রহমান, স্টাফ রিপোর্টার
মানিকগঞ্জের শিবালয় শোভাযাত্রা, লোকজ মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো বাংলা নববর্ষ।
নববর্ষ উপলক্ষে ১৪ এপ্রিল সোমবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা বয়সের মানুষের জন্য আয়োজন করা হয় চিত্রাঙ্কন, গ্রামীন লোকজ মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ও বাঙালির ঐতিহ্য রসচৈনিক খাবার মুড়ি-মুড়কি, সাজ-বাতাসা, ফলমুল খাবার আয়োজন করা হয়।
এতে উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেনসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠনের কর্মকর্তাসহ নানা বয়সী মানুষ অংশ নেন।
পরে উপজেলা সহকারী কমিশনার ভূমি এসএম ফয়েজ উদ্দিন আহমেদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সায়েদুর রহমান ও উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তার নেতৃত্বে একটি নববর্ষের শুভাযাত্রা বের হয়ে ঢাকা-আরিচা মহাসড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের এসে শেষ হয়।
এছাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে নববর্ষ উদযাপন উপলক্ষে নজরুল প্রমিলা স্মৃতি বিজড়িত তেওতা জমিদার বাড়ী ১৪ এপ্রিল থেকে লোকজ মেলার আয়োজনা করা হয়েছে। এ মেলা চলবে আগামী ১৬ এপ্রিল পর্যন্ত।