উৎফল বড়ুয়া:
কক্সবাজার জেলার রামুতে প্রতি বছরের ন্যায় এ বছরও রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী দান করেন বৌদ্ধ ভিক্ষুরা।
সোমবার ২৪ মার্চ রামু কক্সবাজারের ঐতিহাসিক রাংকুট বনাশ্রম বৌদ্ধ তীর্থস্থান সংলগ্ন জ্যোতিসেন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে রাংকুট বনাশ্রম বৌদ্ধ তীর্থস্থানের পরিচালক, মানবতাবাদী বৌদ্ধ ভিক্ষু মহাথেরো জ্যোতিসেন ভিক্ষুর সার্বিক তত্বাবধানে ১৫০০ দেড় হাজার রোজদার মুসাফিরদের ইফতার সামগ্রী দান করা হয়।
এতে উপস্থিত ছিলেন বনাশ্রমের ভিক্ষু সংঘ, বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।
সম্প্রীতির মানবিক উপহার বিতরণে মহাথেরো জ্যোতিসেন ভিক্ষু বলেন,এটা তেমন কিছু নয় মানুষ হয়ে মানুষের জন্য কিছু করার চেষ্টা মাত্র। প্রতিবছরের মত আজ পবিত্র মাহে রমজান মাসের ২৩তম রমজানে প্রতিবেশি অসহায় দেড়হাজার রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী দান বৌদ্ধ ধর্মীয়গুরু হয়েও মানবতা ও সম্প্রীতির দৃঢ়করণের প্রত্যয়ে আজকে একটানা ১১ বছর ধরে ইফতার সামগ্রী বিতরণের পাশাপাশি ৩ টি এতিমখানার বাচ্চাদের ঈদ বস্ত্র ও ২ টি মাদ্রাসার বাচ্চাদের জন্য খাদ্য সামগ্রী দান করে অফুরন্তু প্রীতি অনুভব করছি।
ইফতার ও খাদ্য সামগ্রী পাওয়ার পর অসহায় মানুষগুলোর মুখের হাঁসিটায় আমার অনুপ্রেরণা হয়ে থাকবে। প্রার্থনা করি মানুষ হয়ে মানুষের জন্য এই সম্প্রীতি ও মানবিক কাজটি যেন আজীবন করে যেতে পারি।