সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি):
মানবসেবায় এক অনন্য নজির গড়েছে মৌলভীবাজারের প্রখ্যাত সামাজিক ও মানবিক সংগঠন শেখ বোরহান উদ্দিন (রহ.) ইসলামী সোসাইটি (বিআইএস)। সম্প্রতি সংগঠনটি কমলগঞ্জ উপজেলার রুপসপুর ও সতিঝিঁর গ্রামের দুই অসহায় পরিবারকে নতুন পাকা ঘর উপহার দিয়েছে।
বিপর্যস্ত জীবন থেকে নতুন আশ্রয়ে রুপসপুর গ্রামের ছবর আলী তার সাত সদস্যের পরিবার নিয়ে জরাজীর্ণ খড়ের ছাউনির নিচে বসবাস করছিলেন। বন্যায় ঘরটি পুরোপুরি বসবাসের অনুপযোগী হয়ে পড়ে। একই অবস্থা ছিল সতিঝিঁর গ্রামের মো. জিল্লুর রহমানের ক্ষেত্রেও। বিআইএস-এর মানবিক টিম যখন বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণে যায়,তখন তাদের দুর্দশা প্রত্যক্ষ করে ঘর নির্মাণের উদ্যোগ নেয়।
বিআইএস-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিব রবিবার (০২ মার্চ) জানান,’ গতকাল
১ মার্চ (শনিবার) আনুষ্ঠানিকভাবে দুইটি পাকা ঘর হস্তান্তর করেছি। এ সময় সংগঠনের নেতৃস্থানীয় সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বিআইএস-এর মানবিক সহায়তা এখানেই থেমে থাকেনি। *বন্যায় ক্ষতিগ্রস্ত আরও ৫টি পরিবারকে ২৩ বান টিন প্রদান করা হয়েছে। পাশাপাশি ১১টি পরিবারকে পুনর্বাসনের জন্য হাঁস,মোরগ,ছাগল এবং ক্ষুদ্র ব্যবসার জন্য প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করা হয়েছে।