মোঃ মনির হোসেন সোহেল:
চাটখিল প্রতিনিধিঃ মাদরাসা গুলো ছিল জঙ্গি উৎপাদনের কারখানা, মাদরাসার ছাত্রদের চাকুরী দেওয়া হতো না, চাকরির লাভের আশায় বিভিন্ন ভাবে নাজেহাল করা হতো। আওয়ামী দুঃশাসনে এদেশে মাদরাসা শিক্ষাকে কুক্ষিগত করা রাখা হয়েছে। এমন মন্তব্য করেন বাংলাদেশ একমাত্র মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মিঞা মোহাম্মদ নুরুল হক।
নোয়াখালী জেলার চাটখিল উপজেলার ইউনুছ-হালিমা দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসার মাঠে ১ লা মার্চ (শনিবার) সকাল ১১ টায় সিনিয়র শিক্ষক মাওলানা আবদুল আউয়াল এর সঞ্চালনায়, সভাপতিত্ব করেন প্রতিষ্ঠাতা ও অনুষ্ঠানের সভাপতি মুহেব্বুল্লাহ মীর। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মিঞা মোহাম্মদ নুরুল হক। অনুষ্ঠানে ইউনুছ-হালিমা ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের সৌজন্যে ৩০ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নোয়াখালী জেলা স্কুলের প্রধান শিক্ষক মোঃ গোলাম কিবরিয়া, মাওলানা আবদুস সালাম, প্রদান পৃষ্ঠপোষক ডাক্তার শামসুর রহমান্, মাদরাসার সিনিয়র সহ-সভাপতি মাহবুবর রহমান মামুন।
আরও উপস্থিত ছিলেন, গভর্নিং বডির সহ সাধারণ সম্পাদক রেজানুর পাটোয়ারী লিটন, সদস্য মোশাররফ হোসেন সেলিম গাজী, মোঃ নাছির উদ্দীন, শরীফ উল্লা মীর ও ফরহাদ হোসেন শান্ত ও সামাজিক ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে মেধা অনুসারে ইবতেদায়ি প্রথম শ্রেণি থেকে দাখিল দশম শ্রেণি পর্যন্ত মোট ৩০ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি ও শিক্ষা উপকরণ প্রদান করা হয়। পরে, অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেন।