মহেশপুর (ঝিনাইদহ)সংবাদদাতা ঃ
মহেশপুর সীমান্তের বাগাডাঙ্গা গ্রামের মুদি দোকানদার মতিয়ার রহমান (৫০) মঙ্গলবার ভোর মসজিদে
নামাজ পডার উদেশ্যে বাড়ী থেকে বের হতেই তাকে গুলি করে হত্যার চেষ্টা করা হয়েছে। আহত মতিয়ার
রহমানকে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তী করা হয়েছে। গুলিতে আহত মতিয়ার রহমান বাগাডাঙ্গা
গ্রামের মাঝের পাড়ার আজিজুর রহমান বটুর ছেলে।
এলাকাবাসী ও পরিবারের সদস্যরা জানান, মাঝের পাড়ার মতিয়ার রহমান মুদি ব্যবসায়ী ভোর রাতে সেহরী
খেয়ে মসজিদে নামাজের জন্য বাড়ী থেকে বের হওয়া মাত্রই পুর্বেই ওৎ পেতে থাকা সন্ত্রাসীরা তাকে লক্ষ
করে ২রাউন্ড গুলি করে। ২টি গুলির মধ্যে ১টি গুলি তার হাটুর নিচে লাগে।
তিনি আরো বলেন ২০২৪ সালের ১৭ জানুয়ারী সোনা চোরাচালানীর টাকা ভাগাভাগি নিয়ে এই
গ্রামে সোনা চোরাচালানী আকালে, শামীম ও মন্টুকে গুলি করে হত্যা করে ভারতে পালিয়ে যায়। সে সময়
মতিয়ার রহমান বলেছিলো আকালে কতটাকার মালিক হয়েছে যে দুই জনকে গুলি করে হত্যা করলো।
সে সময় মতিয়ার হত্যাকারীদের বিপক্ষে অবস্থান নিয়ে থানায় মামলা দায়েরের সহযোগিতা করেছিলেন ।
পূর্বের সেই শত্রæতার জেরে তাকে গুলি করা হতে পারে বলেও তিনি জানান।
মহেশপুর থানার ওসি ফয়েজ উদ্দিন মৃধা জানান, সীমান্তের বাগাডাঙ্গা গ্রামে প্রতিহিংসার জের ধরে
মতিয়ার রহমান নামের এক ব্যক্তিকে হত্যা করার উদ্দেশ্যে ২রাউন্ড গুলি করা হয়েছে। একটি গুলি তার পায়ে লেগে
বের হয়ে গেছে।
জিয়াউর রহমান জিয়া
মহেশপুর , ঝিনাইদহ
প্রবণতা
- মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা
- ঈদে বাংলাদেশি পর্যটকের অভাবে ভারতের ব্যবসায় মন্দা, ব্যবসায়ীদের ক্ষতির আশঙ্কা
- বাংলাদেশ ও আন্তর্জাতিক
- রিহার্সালে দুটি ফরাসি এয়ার ডিসপ্লে জেট বিধ্বস্ত (video)
- গ্রিনল্যান্ড সফরে যাচ্ছেন মার্কিন ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, সমালোচনার ঝড়
- কালো সাগরে রাশিয়া ও ইউক্রেনের নৌবাহিনী যুদ্ধবিরতিতে সম্মত
- মহান স্বাধীনতা ও জাতীয় দিবস: জাতির গৌরবের ৫৫ বছর পূর্তি
- সিলেটে “পান্থশালা”র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন