সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলের বিশ্বরোড এলাকা যানজট মুক্ত করতে রাস্তার দুই পাশে অবৈধ ভাবে গড়ে উঠা দোকান পাট ও স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
রোববার (২ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোশারফ হোসাইন এই অভিযান পরিচালনা করেন ।
অভিযানে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুক্তা গোস্বামী, সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল হাসান ও খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মামুন রহমান সহযোগিতা করেন।
সকাল থেকে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে সড়ক জনপদ বিভাগের জায়গা দখল করে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে এই অভিযান শুরু হয়। দুপুর পর্যন্ত কুমিল্লা সিলেট মহাসড়কের পাশে এই উচ্ছেদ অভিযান চলে। এ সময় অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা প্রায় ২ শতাধিক দোকানপাট ভেঙে গুড়িয়ে দেয়া হয়।
উচ্ছেদ অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোশারফ হোসাইন বলেন, দখলকারীরা মহাসড়কের পাশে অবৈধ পার্কিংসহ দোকান গড়ে তোলায় পরিবহন ও পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটছিলো। মহাসড়ক যানজটমুক্ত রাখতে ও সড়ক দুর্ঘটনা এড়াতে এই উচ্ছেদ অভিযান চালানো হয়। মহাসড়ক যানজটমুক্ত রাখতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।