অমৃত জ্যোতি(মধ্যনগর)সুনামগঞ্জ
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৪৩২বাংলার পহেলা বৈশাখে দিনে রকমারী আয়োজনে বর্ষবরণ অনুষ্ঠান উদযাপন হয়েছে। ১৪ই এপ্রিল সোমবার মধ্যনগর উপজেলা পরিষদের অস্থায়ী কার্যালয় চত্বরে নববর্ষ ১৪৩২কে বরণ করে আনন্দ শোভাযাত্রা,লাঠি খেলা,সঙ্গীতানুষ্ঠান,পিঠা উৎসব,দেশীয় লোকজ সংষ্কৃতি,ছনের ঘর,পালকী,ফটো সেশন,কৃষি উপকরণ ও তথ্য সম্বলিত নাটিকা মঞ্চায়ন,গ্রামীন চিত্রায়ন,ষাঢ়ের লড়াই,ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বিশেষ নৃত্য প্রদর্শন,ধামাইল ও আলোক সজ্জার মধ্যদিয়ে পহেলা বৈশাখের,কুইজ,পুরস্কার বিতরণ,হালকা নাস্তার মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
পহেলা বৈশাখের বর্ষবরণ অনুষ্ঠানে মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায়ের সভাপতিত্বে অংশ নেন কিন্ডার গার্ডেনের শিশ, প্রাথমিক,মাধ্যমিক ও কলেজের শিক্ষার্থী,শিক্ষক,গণমাধ্যম কর্মী,রাজনৈতিক ব্যাক্তিত্ব ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, কর্মচারী সহ সববয়সী নারী পুরুষগণ।