মোঃ মেছবাহুল আলম,ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে ভূরুঙ্গামারী উপজেলা পরিষদ হলরুমে জামায়াত ও ছাত্রশিবিরের সাবেক ও বর্তমান নেতা-কর্মীদের নিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। ভূরুঙ্গামারী উপজেলা জামায়াতে ইসলামী ঈদ পুনর্মিলনীর আয়োজন করে।
ভূরুঙ্গামারী উপজেলা জামায়াতের আমীর মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা ও রংপুর-দিনাজপুর আঞ্চলিক টিমের সদস্য মো. আজিজুর রহমান সরকার স্বপন । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী রংপুর মহানগরীর সাবেক নায়েবে আমীর মো. আনোয়ারুল ইসলাম, কুড়িগ্রাম জেলা জামায়াতের সেক্রেটারি মো. নিজাম উদ্দিন ও বিশিষ্ট শিল্পপতি সমাজসেবক ইঞ্জিনিয়ার মো. তাজুল ইসলাম ।
এছাড়াও ঢাকা স্পেশাল জজ আদালতের এপিপি এডভোকেট সাইফুল্লাহ আল মামুন, ঢাকা মহানগর (উত্তর) ছাত্রশিবিরের সাবেক শিক্ষা সম্পাদক জাহিদুল ইসলাম, কুড়িগ্রাম জেলার সাবেক সভাপতি জাফর আলী ও বর্তমান সভাপতি মুকুল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা নেতাকর্মীদের ইসলামী তাকওয়া অনুসারে নিজেদের তৈরি করে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান। এছাড়া জুলাই-আগষ্ট শহীদের রুহের মাগফিরাত কামনা করেন।