সাজেদুল ইসলাম,ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের বাসাইলে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের কর্মচারী শরিফুজ্জামান (রঞ্জু খন্দকার) এর হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে ভূঞাপুরে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে তার স্বজন ও এলাকাবাসী।
শনিবার (২৯ মার্চ) সকালে সর্বস্তরের জনগণের উদ্যোগে দুপুরে যমুনা সেতু-ভূঞাপুর আঞ্চলিক মহা-সড়কের বাগবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় ঘন্টা ব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। এতে নিহতের পরিবার আত্নীয় স্বজন সহ শতশত মানুষ অংশ নেয়।
এ সময় বক্তব্য রাখেন- নিহতের পিতা মোঃ আব্দুর রাজ্জাক মাস্টার, স্ত্রী নূরি আক্তার, চাচা খন্দকার মজিবুর রহমান তপন, চাচি শিউলি আক্তার জুঁই ডেইজি, আব্দুল আউয়াল, মোঃ লিপ্টন, মনিরুজ্জামান কাইয়ুম, তাহমিদুল হোসেন ইমরান, এইচ এম আল মামুন, মোঃ বাবলু মিয়া, মোস্তাক আহমেদ প্রমুখ।
বক্তারা বলেন, রঞ্জু খন্দকারকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। খুনের ঘটনায় মামলা হলেও পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। এই হত্যাকাণ্ডের সাথে জড়িত সকলকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানান তারা।
উল্লেখ্য, গত শনিবার (২২ মার্চ) টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাশিল পশ্চিমপাড়া এলাকার মনির খান, ছেলে ফরিদ খান, সহযোগী পলাশ, রিপন, তালেব খান ও ফরিদা মিলে বৃজ মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের লোকজনের ওপর অতর্কিতভাবে হামলা চালায়। এ সময় রঞ্জু গুরুতর আহত হয়। প্রথমে তাকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নেয়া হয়। ২৩ মার্চ বিকেলে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী নূরী আক্তার বাদি হয়ে ৬ জনকে আসামি করে বাসাইল থানায় একটি মামলা দায়ের করেন।