ভিয়েতনাম থেকে আমদানি করা ২৯ হাজার মেট্রিক টন আতপ চাল নিয়ে এমভি ওবিই ডিনারেস জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। গত ৩ ফেব্রুয়ারি স্বাক্ষরিত সরকারি থেকে সরকারের (জিটুজি) চুক্তির আওতায় এটি তৃতীয় চালান হিসেবে এসেছে।
শনিবার (২২ মার্চ) ঢাকায় প্রকাশিত সরকারি তথ্যবিবরণীতে জানানো হয়, জাহাজে থাকা চালের নমুনা পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং দ্রুত চাল খালাসের কার্যক্রম শুরু হবে। এর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা ইতোমধ্যে নেওয়া হয়েছে।
ভিয়েতনাম থেকে মোট এক লাখ মেট্রিক টন চাল আমদানি চুক্তি
ভিয়েতনামের সঙ্গে জিটুজি চুক্তির আওতায় মোট এক লাখ মেট্রিক টন চাল আমদানির পরিকল্পনা রয়েছে। এর মধ্যে আগেই দুটি চালানে ৩০ হাজার ৩০০ মেট্রিক টন চাল দেশে পৌঁছেছে।
সরকারি সূত্র জানিয়েছে, খাদ্য মজুত শক্তিশালী করতে এই চাল দ্রুত দেশের বিভিন্ন গুদামে পাঠানো হবে। বাজারে ন্যায্য মূল্যে চাল সরবরাহ নিশ্চিত করতে সরকার ধারাবাহিকভাবে আমদানির এই কার্যক্রম পরিচালনা করছে।