জাবেদ শেখ, শরীয়তপুর প্রতিনিধি :
ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে শরীয়তপুরে সাংবাদিকদের সাথে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে শরীয়তপুর সিভিল সার্জন কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে জানানো হয়, প্রথম রাউন্ডে আগামী ১৫ মার্চ (শনিবার) সারাদেশের মতো শরীয়তপুরের ছয়টি উপজেলায় ১ হাজার ৬শ’ ৬৬টি ক্যাম্পের মাধ্যমে ১ লাখ ৭০ হাজার ৮৫৪ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ছয় থেকে ১১ মাস বয়সী ২১ হাজার ১৫০ জন শিশুকে একটি করে নীল রঙের ও ১২ থেকে ৫৯ মাস বয়সী ১ লাখ ৪৯ হাজার ৭০৪ জন শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম চলবে। ৩ হাজার ৭৬০ জন স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবী ক্যাম্পেইনের দায়িত্বে নিয়োজিত থাকবেন। এসময় সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন মো. রেহান উদ্দিন। সভা পরিচালনা করেন জেলা ইপিআই তত্ত্বাবধায়ক মোজাম্মেল হক।