রিপন মারমা, কাপ্তাই
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে কাপ্তাইয়ের পেশাদার সাংবাদিক নেতৃবৃন্দরা। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত বারটা ১ মিনিটে কাপ্তাই পেশাদার সাংবাদিকরা ফুল দিয়ে উপজেলা শহীদ মিনারে শ্রদ্ধা জ্ঞাপন করেন।
পেশাদার সাংবাদিক’দের মধ্যে ছিলেন, কাপ্তাই প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহফুজ আলম, সাবেক সাধারণ সম্পাদক রবিউল হোসেন চৌধুরী রিপন,সাবেক সাংগঠনিক সম্পাদক রিপন মারমা ও জয়নাল আবেদীন।
এ সময় মাহফুজ আলম বলেন, এই বাংলা ভাষা রক্তের বিনিময়ে অর্জিত । এই ভাষা বাংলাদেশের মানুষের আবেগ এবং অনুপ্রেরণা।
রবিউল হোসেন চৌধুরী রিপন বলেন,বাংলাদেশের মানুষ হৃদয়ে বাংলা ধারণ করে। মাতৃভাষা দিবস বাংলাদেশের ঐতিহ্য। বাংলাদেশের সংস্কৃতির অংশ। মাতৃভাষার গুরুত্ব সবার কাছে পৌঁছে দিতে হবে।
এসময় সবাইকে ভাষা দিবসের শুভেচ্ছা জানান কাপ্তাই পেশাদার সাংবাদিক নেতৃবৃন্দরা।