মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় এসএসসি পরীক্ষার্থীদের স্বাগত জানিয়ে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা ছাত্রশিবির। পরীক্ষার প্রথম দিনে বৃহস্পতিবার উপজেলার সাহেবাবাদ লতিফা ইসমাইল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা শেষে শিক্ষার্থীদের ফুল দিয়ে অভিনন্দন জানান তারা। এসময় উপজেলা ছাত্রশিবিরের পক্ষ থেকে সকল পরিক্ষার্থীদের মাঝে একটি রজনীগন্ধা ফুল ও তাদের পরিবারের সদস্যদের মাঝে পানির বোতল বিতরণ করা হয়। সেখানে একটি তথ্য সেবা কেন্দ্র চালু করা হয়। এতে ছাত্রছাত্রীরা সকল ধরনের তথ্য ও সেবা পেয়ে থাকে। এসময় উপজেলা ছাত্রশিবিরের সেক্রেটারি মুহাম্মদ কাউছারসহ শিবিরের সদস্যরা উপস্থিত ছিলেন।